লোকসভা ভোটে বিজেপির প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। কেন বদল করা হল দিলীপ ঘোষের কেন্দ্র, এই প্রশ্নে গুঞ্জন শুরু হয় বিজেপির অন্দরেই। ভোটের ফল প্রকাশের পর দলের এই সিদ্ধান্তের পিছনে ‘কাঠিবাজি’র অভিযোগ তুলেছেন দিলীপবাবু নিজেই। এবার সরাসরি জানিয়ে দিলেন, বর্ধমান – দুর্গাপুর আসন থেকে ভোটে লড়াই করার ইচ্ছা ছিল না তাঁর। শুধুমাত্র RSSএর নির্দেশে ভোটে লড়াই করেছেন তিনি।
দিলীপবাবু বলেন, ‘আমি রাজনীতিতে আসতে চাইনি। RSSএর অনুরোধে আমি সক্রিয় রাজনীতিতে যোগদান করি। এবার আমার কেন্দ্র বদল হওয়ার পর আমি RSSএর নেতাদের সঙ্গে কথা বলি। জানাই আমি ভোটে লড়তে চাই না, রাজনীতিও করতে চাই না। দলকে অনেকটা এগিয়ে দিয়েছি। ৪০ শতাংশ ভোট হয়ে গিয়েছে। এবার আমায় মুক্তি দিন। কিন্তু তাঁরা আমাকে ভোটে লড়তে অনুরোধ করেন তাই লড়েছি।’
দিলীপবাবু বলেন, ‘বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রে দলের সংগঠন বলে কিছু ছিল না। অর্ধেক নেতা মণ্ডল কমিটির বৈঠকে থাকেন না। অনেকে আছেন, যারা ভোট করানোর নামে টাকা রোজগার করতে দল করেন। কিছু দালাল লোক পাটিটাকে চালাচ্ছে।’
দিলীপবাবুর দাবি, ‘আমাকে এক বছর আগে দলের পদ থেকে সরিয়ে দিয়ে বলা হল, নিজের কেন্দ্রে মন দিন। আমি সেদিনই নড্ডাজিকে বলে এসেছিলাম। দলের যা অবস্থা তাতে পশ্চিমঙ্গে ৫টার বেশি আসন হবে না। যারা পঞ্চায়েত ভোট জিততে পারে না তাদের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। আমার কেন্দ্র বদলের আগে কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমার প্রার্থীপদও ঘোষণা করা হয়েছে শেষ মুহূর্তে। ফলে ভোটের প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। এর পিছনে কিছু একটা তো আছে বলে আমার মনে হচ্ছে।’