বিনোদন-দুনিয়ায় ধারাবাহিকাভাবে সপ্রতিভ তিনি। আর এবার ভোটের ময়দানে এসে অভিষেকেই বাজিমাত করেছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রচনাকে জিতিয়ে মুখ্যমন্ত্রীর ভরসার দাম দিয়েছেন হুগলির বাসিন্দারা। বিপুল ভোটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রচনা। গত ভোটে জেতার পর থেকে বিজেপি প্রার্থী লকেটকে তাঁর সংসদীয় কেন্দ্রে তেমনভাবে দেখা যায়নি বলে এলাকায় ক্ষোভ জন্মেছিল। এমনকী পঞ্চায়েত ভোটের প্রচারে এসে ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল লকেটকে। তাঁর নামে নিখোঁজ পোস্টারও পড়ে বহু জায়গায়। এছাড়াও বিজেপির আরও বড় মাথাব্যথার কারণ আভ্যন্তরীণ কোন্দল। হুগলি লোকসভা কেন্দ্রে লকেট নিজের নাম নিজেই ঘোষণার পরেই দলের কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাই এবার রচনা বন্দোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী ঘোষণা করার পর থেকেই কিছুটা হলেও হুগলিতে ব্যাকফুটে ছিলেন লকেট। আর শেষমেশ হারতে হল তাঁকে।
বিজয়ী প্রার্থী রচনার কথায়, জয়ই জবাব। নতুন করে কিছু বলার নেই। প্রথমবার সংসদযাত্রার আগে উত্তেজিত তিনি। প্রশ্ন উঠছে, রাজনীতির ব্যস্ততার চাপে পড়ে কি ‘দিদি নাম্বার ওয়ান’ শো-কে বিদায় জানাবেন রচনা? তবে রচনা জানিয়েছেন, রাজনীতিক হিসেবে ব্যস্ততা তো বাড়বেই। পাশাপাশি ‘দিদি নাম্বার ওয়ান’ সামলাতেও তেমন অসুবিধা হবে না তাঁর। “দু’দিকেই সমান দায়িত্ব পালন করব। গত কয়েক মাসে একদম সময় দিতে পারিনি ছেলেকে। জেতার পর আমাকে বলেছে, ‘মা, আমাকে এবার সময় দেবে’। ওকে নিয়ে ঘুরতে যাব আগে”, জানিয়েছেন রচনা।