লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে অনেক ভবিষ্যদ্বাণী করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। কতটা মিলল তাঁর সেই ভবিষ্যদ্বাণী? ভোটের ফল প্রকাশ হতেই, সেই হিসাব কষতে বসেছেন সকলে। ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে প্রশান্ত কিশোর যে দাবি করেছিলেন, তা অক্ষরে অক্ষরে মিলেছিল। এবার কিন্তু তা হল না। ‘ফ্লপ’ পিকে-র ভবিষ্যদ্বাণী। কোন কোন কথা মিলল তাঁর? আর কোন ভবিষ্যদ্বাণীর সঙ্গে বাস্তবের ফলের দূর-দূরান্তেও মিল রইল না?
গত মাসেই ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, “পশ্চিমবঙ্গে এক নম্বর দল হিসাবে উঠে আসবে বিজেপি। বাংলায় ভাল ফল করবে বিজেপি। অনেকেই অবাক হয়ে যাবেন, কিন্তু আমার হিসাব অনুযায়ী লোকসভায় বিজেপি এক নম্বর দল হিসাবে উঠে আসবে।”
কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই দেখা গেল, তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে জয়ী হয়েছে। বিজেপি পেয়েছে মাত্র ১২টি আসন। কংগ্রেস একটি মাত্র আসনে জিতেছে, সিপিএমের খাতা শূন্য। অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের থেকেও খারাপ ফল করেছে বিজেপি। ২০১৯ সালে ১৯টি আসন জিতেছিল বিজেপি। সেই হিসাবে বাংলা নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী সম্পূর্ণ ব্যর্থ।
অন্যদিকে, প্রশান্ত কিশোর আরও বলেছিলেন যে পূর্ব ও দক্ষিণ ভারতে ভাল ফল করবে বিজেপি। তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপির ভোটের হার অনেক বেশি হবে। ভোট শতাংশে বিজেপি ডবল ডিজিট পার করতে পারবে। বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে তেলঙ্গানায়।
লোকসভার ফলাফলে দেখা গিয়েছে, এখানেও সম্পূর্ণ ডাহা ফেল পিকে-র ভবিষ্যদ্বাণী। তামিলনাড়ুতে খাতা খুলতে পারেনি বিজেপি। সেখানে ডিএমকে ২২টি আসনে জয়ী হয়েছে, কংগ্রেস জিতেছে ৯টি আসনে। তবে তেলঙ্গানায় বিজেপির ফলাফল নিয়ে পিকে-র ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। সেখানে এক নম্বর দল হিসাবে উঠে এসেছে বিজেপি। তেলঙ্গানায় বিজেপিও ৮টি আসন পেয়েছে, কংগ্রেস ৮টি আসনে জিতেছে।
ওড়িশাতেও পিকে-র ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। ওড়িশায় এক নম্বর দল হিসাবে উঠে আসবে বিজেপি। সেখানে ২১টি আসনের মধ্য়ে ২০টিতেই জয়ী হয়েছে বিজেপি। যদি সার্বিক ভোটের হার হিসাব করা হয়, তাতেও মেলেনি ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী। প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিজেপি তাদের ২০১৯ সালের প্রাপ্ত আসন সংখ্যা ৩০৩ বা তার বেশি সংখ্যক আসন পার করবে। কিন্তু ভোটের পরিসংখ্য়ানের হিসাবে দেখা যাচ্ছে, ২৯২ আসন পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। বিজেপি একা পেয়েছে ২৪০।