ভোটগণনার ফলাফলে ত্রিশঙ্কু লোকসভার ইঙ্গিত মিললে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গণতান্ত্রিক নজির স্থাপনের আর্জি জানালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা। একটি খোলা চিঠিতে তাঁরা রাষ্ট্রপতি, দেশের প্রধান বিচারপতি এবং মুখ্য নির্বাচন কমিশনারকে এই আর্জি জানিয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টায় শুরু হতে চলেছে লোকসভার ভোটগণনা। তার আগে সোমবার অন্তত ৭ জন প্রাক্তন বিচারপতি খোলা চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ করে। লোকসভা নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
চিঠিতে বলা হয়েছে, ভোটের ফলে যদি ত্রিশঙ্কু লোকসভা হয়, তাহলে ভারতের রাষ্ট্রপতির কাঁধেই কঠিন দায়িত্ব এসে পড়ে। আমরা নিশ্চিত রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত বা প্রচলিত প্রথা অনুযায়ী গণতান্ত্রিক নজির স্থাপন করবেন। তিনি নিশ্চই সংখ্যাগরিষ্ঠ আসনের দাবিদার প্রাক নির্বাচনী জোটকেই প্রথমে সরকার গঠন করতে ডাকবেন। একইসঙ্গে তিনি নিশ্চই ঘোড়া কেনাবেচার সম্ভাবনাকে প্রতিহত করার চেষ্টা করবেন।
প্রাক্তন বিচারপতিরা সর্বোচ্চ আদালতের কাছে খোলা চিঠিতে বলেছেন, গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করুন। সুপ্রিম কোর্টকে লোকসভা ভোটের ফলাফল সংক্রান্ত যে কোনও আর্জিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। প্রাক্তন বিচারপতিরা এ বিষয়ে ভোটের ফলাফলের সময় সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। গণনার সময় বা ফল ঘোষণার পর্বে কোনও ভয়ঙ্কর কিছু ঘটে গেলে দ্রুত যেন তা রোধে ব্যবস্থা নেয় শীর্ষ আদালত।