লোকসভা নির্বাচনে বাংলার মুখ থুবড়ে পড়েছে বিজেপি। মেলেনি এক্সিট পোলের পূর্বাভাস। ২৯টি আসনে বিপুল ব্যবধানে জিতেছে তৃণমূল। জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দুটি বিধানসভা উপনির্বাচনেও জয় পেল তৃণমূল। বরানগরে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাপস রায়ের ছেড়ে আসা আসনে উপনির্বাচনে জিতলেন তৃণমূল প্রার্থী। হেরে গেলেন বিজেপির সজল ঘোষ। লোকসভা ভোটের আগে বরানগর বিধানসভা কেন্দ্রে বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। এই নির্বাচনে তিনি কলকাতা উত্তরের পদ্মপ্রার্থীও হয়েছিলেন। আর সেই কারণে তাঁর ছেড়ে আসা শূন্য পদে উপনির্বাচন। ১লা জুন, রাজ্যে সপ্তম দফার ভোটের দিনই বরানগরে উপনির্বাচন হয়েছে। এখানে ঘাসফুল শিবির প্রার্থী করেছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।
নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়া মাত্রই খাতা-পেন হাতে সায়ন্তিকা নেমে পড়েন বরানগরে। প্রতিদিন একটু একটু করে সেখানে জনসংযোগ বাড়ান। বরানগরবাসীর মন জিততে এলাকায় দলের সংগঠনের সঙ্গে আলোচনা করে, তাদের নির্দেশমতো পা ফেলেছেন। এদিন গণনার শুরু থেকে বিজেপি প্রার্থী সজল ঘোষ এগিয়ে থাকলেও, শেষে বাজিমাত করলেন সায়ন্তিকাই। সন্ধের পর জয়ী ঘোষণা করা হল তাঁকে। তৃতীয় স্থানে সিপিএম প্রার্থী। রাজ্যের আরও একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। তা হল মুর্শিদবাদের ভগবানগোলা। সেখানে তৃণমূল প্রার্থী তথা ভূমিপুত্র রিয়াত হোসেন সরকার ১৫ হাজারের বেশি ভোটে জিতেছেন।