বিজেপির ‘৪০০ পারের’ স্বপ্নের একটা বড় অংশই নির্ভর করছিল দাক্ষিণাত্যের উপরে৷ কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু৷ মোদির বার বার দক্ষিণে সফর৷ দাক্ষিণাত্যে বিশেষ নজর শেষমেশ কতটা ভোট টানতে পারল বিজেপির জন্য? বেলা ১২টা পর্যন্ত ভোট গণনার ট্রেন্ড অবশ্য খুব একটা আশা দেখাতে পারছে না বিজেপিকে৷ কর্ণাটকে কিছুটা আশা পেলেও ট্রেন্ড অনুযায়ী দক্ষিণের বাকি রাজ্যে ব্রাত্যই থেকে যাচ্ছে মোদি-শাহের দল৷
৩৯ আসনের তামিলনাড়ুতে প্রাথমিক ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছে ইন্ডিয়া শরিক ডিএমকে৷ ১৭টি আসনে এগিয়ে রয়েছে দল৷ তালিকায় তারপরেই রয়েছে, জোটসঙ্গী কংগ্রেস৷ ৯টি আসনে এগিয়ে রয়েছে তারা৷ সিপিআই এবং সিপিএম এগিয়ে রয়েছে ২টি করে আসনে৷ এখনও পর্যন্ত তামিলনাড়ুতে খাতা খুলতে পারেনি বিজেপি৷ দেখতে গেলে ৩৯ লোকসভা আসনের মধ্যে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৩৬টি আসনেই৷
কেরলের ২০টি আসনের মধ্যে ১৬টিতেই এগিয়ে কংগ্রেসের ইউডিএফ জোট৷ এলডিএফ ২, বিজেপি এগিয়ে ২টি আসনে৷ কেরলের ত্রিশূরে সুরেশ গোপি এবং তিরুঅনন্তপুরমে রাজীব চন্দ্রশেখর৷
তেলঙ্গানায় ১৭টি লোকসভা আসনের মধ্যে ৯টিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস৷ বিজেপি এগিয়ে ৭টি আসনে৷ হায়দরাবাদে বিজেপির মাধবীলতার বিরুদ্ধে আপাতত জিতছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি৷
অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়া শরিক জগন্মোহন রেড্ডির YSRCP এগিয়ে রয়েছে ৫টি লোকসভা আসনে৷ অন্যদিকে, বিজেপি এগিয়ে রয়েছে ৪টি আসনে৷ তবে, এনডিএ শরিক চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি, টিডিপি ৭টি লোকসভা আসনে৷ অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা আসনের মধ্যে ১১টিতে এগিয়ে রয়েছে বিজেপি-টিডিপি জোট৷
দক্ষিণে বিজেপির একমাত্র ভরসার জায়গায় দাঁড়িয়ে রয়েছে কর্ণাটক৷ কর্ণাটকে বিজেপি এগিয়ে রয়েছে ১৮টি আসনে৷ কংগ্রেস ৮টি আসনে৷