আজ বহু প্রতীক্ষিত সেই মঙ্গলবার। ইতিমধ্যেই দেশের প্রতিটি প্রান্তে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। যা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে পারদ চড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তা থেকে স্পষ্ট উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট যোগীরাজ্যে এগিয়ে রয়েছে এনডিএ-র থেকে। এ বছরের শুরুতেই মহা সমারোহে রামমন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দির নির্মাণকে হাতিয়ার করে উত্তর প্রদেশে ঝড় তুলতে চেয়েছিল পদ্মশিবির। কিন্তু অযোধ্যার রামমন্দির যে লোকসভা আসনের অধীনে পড়ে, সেই ফৈজাবাদেই পিছিয়ে পড়েছে বিজেপি। এই কেন্দ্রে পিছিয়ে পড়া বিজেপি-র পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা।
ফৈজাবাদ এবং অযোধ্যা যজম শহর অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। রামমন্দির নির্মাণ ঘিরে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। প্রচারে কোনও খামতি রাখেনি বিজেপিও। কিন্তু ভোটের ফলপ্রকাশ হতেই দেখা গেল মন্দির ইস্যুতে মাইলেজ পেলেন না মোদী-যোগীরা। দুপুর ৩টেয় নির্বাচনের কমিশনের প্রকাশ করা ফল অনুযায়ী ২০ হাজার ২৭৯ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী লাল্লু সিং। সমাজবাদী পার্টির প্রার্থী এগিয়ে রয়েছেন সেখানে। তবে শুধু ফৈজাবাদ নয়, গোটা উত্তর প্রদেশেই বিপর্যয় নেমে এসেছে বিজেপির। মাত্র ৩৫ আসনে এগিয়ে রয়েছে গেরুয়াশিবির। ২০১৯ সালে সেখানে বিজেপি জিতেছিল ৬২টি আসন। সেখানে সমাজবাদী পার্টি এগিয়ে ৩৪ আসনে এবং কংগ্রেস এগিয়ে ৭টি আসনে।