মিলল না এক্সিট পোলের পূর্বাভাস। রাজ্যজুড়ে জয়জয়কার তৃণমূলের। বীরভূমে বইল সবুজ ঝড়। বীরভূম ও বোলপুর কেন্দ্রে থেকে বিপুল ব্যবধানে জয়ী হলেন শতাব্দী রায় ও অসিত মাল। এবারের লোকসভায় বীরভূমের ২টি আসন অর্থাৎ বোলপুর ও বীরভূম নিয়ে খানিকটা চিন্তায় ছিল ঘাসফুল শিবির। কারণ, অনুব্রত এলাকা ছাড়ার পরই বীরভূমে স্পষ্ট হয়ে উঠছিল গোষ্ঠীকোন্দল। যা সামাল দিতে বারবার বৈঠক করতে হয়েছে দলনেত্রীকে।
প্রসঙ্গত, সংগঠন মজবুত করতে একাধিক কমিটি তৈরি করা হয়েছে। সর্বশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। সকলকে একজোটে কাজ করার বার্তা দিয়েছিলেন। বীরভূমের ব্যাটন রেখেছিলেন নিজের হাতে। সেই মতোই এগিয়েছে বীরভূম তৃণমূল। ফলও মিলল হাতেনাতে।