রীতিমতো উলটপুরাণ। ফলাফলের আগে বিজেপির বিপুল জয়ের ইঙ্গিত মিলেছিল এক্সিট পোলে। কিন্তু ফলাফলে ধরা পড়ল অন্য চিত্র। শনিবার সপ্তম দফার পর থেকেই দাবি করা হয়েছিল বিভিন্ন সমীক্ষায়, কেন্দ্রে প্রায় ৩৫০ আসন পেয়ে ফিরবে এনডিএ, সেক্ষেত্রে বিজেপিকে এককভাবেই ম্যাজিক ফিগার ২৭২ পার করিয়ে দিয়েছিল অনেক এক্সিট পোল। কিন্তু মঙ্গলবার ফল প্রকাশের পরেই দেখা যায়, ৩৫০ নয়, এনডিএর আসন থাকছে ৩০০র কাছাকাছি। শুধু তাই নয়, এককভাবে বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা হয়ত পাচ্ছে না, ফলে তাঁদেরকেও তাকিয়ে থাকতে হবে বাকি জোট শরীইকের ওপর। শেষ কয়েক বছরে বারবারই বিজেপির জোট শরীকদের সঙ্গে বাঁধন আলগা হয়েছে তাঁদের। উদ্ধব ঠাকরেদের সঙ্গে টক্কর হয়েছে বিজেপির। মহারাষ্ট্রেও এবার ভালো ফল করে ইন্ডিয়া জোট। কিন্তু এক্সিট পোলে এমনটা ভাবাই হয়নি, এই ফলাফল আসার পরই কান্নায় ভেঙে পড়লেন এক্সিট পোল করা সংস্থার চেয়ারম্যান। মাই অ্যাক্সিস ইন্ডিয়া সংস্থার তরফে দাবি করা হয়েছিল, গোটা দেশে ৩৬১ থেকে ৪০১টি আসন পেতে পারে এনডিএ, অর্থাৎ তাঁরা স্পষ্টতই তাঁদের সমীক্ষায় দাবি করেছিলেন বিজেপি এককভাবেই সম্ভবত ক্ষমতায় আসছে। শুধু তাই নয় পশ্চিমঙ্গেও বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে চলেছে, সেই দাবি করেছিল মাই অ্যাক্সিস ইন্ডিয়া সংস্থার তরফে। কিন্তু আদতে ভোটের ফলাফল আসতেই দেখা যায়, উলটপুরাণ হয়ে গেছে। তৃণমূল প্রায় তিরিশের কাছাকাছি চলে যায়, অন্যদিকে বিজেপি নেমে আসে গতবারের ১৮ আসনের অনেকটাই নিচে।
আজ এই ফলাফল আসার পরই ভেঙে পড়েন মাই অ্যাক্সিস ইন্ডিয়া সংস্থার চেয়ারম্যান প্রদীপ গুপ্তা। ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিস ইন্ডিয়ার দেওয়া এক্সিট পোলে ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছিল ১৩১-১৬৬ আসন, কিন্তু সবই সমীক্ষাই বদলে যায় ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গেই। ফল ঘোষণার সময় ইন্ডিয়া টুডে চ্যানেলে লাইভ অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রদীপ গুপ্তা। কিন্তু সমীক্ষার ফল এত ভুল হতেই, লাইভ শোতেই কেঁদে ফেলেন তিনি। এরপর সঞ্চালকরা উঠে এসে তাঁকে সামলান। আসলে একদিন আগেই তিনি দাবি করেছিলেন ৬৯টি সমীক্ষা এর আগে তাঁর সংস্থা করেছিল, তাঁর মধ্যে ৬৫টিতেই তাঁরা নির্ভুল ছিল, কিন্তু এবারে সেই সমীক্ষা ডাহা ফেল করতেই চোখে জল চলে আসে মাই অ্যাক্সিস ইন্ডিয়ার চেয়ারম্যানের। সেই ভিডিও নেটমাধ্যমে আসতেই বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে নেটিজেনরা। এমনিতে প্রায় সব সংস্থাই বিজেপি এবং এনডিএ-কে প্রতিপক্ষের থেকে এগিয়ে রেখেছিল, কিন্তু ৪০০ আসন দিতে চায়নি এনডিএকে। তবে বুথ ফেরত সমীক্ষার পর প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী ৪০০ আসন দিয়েছিল এই সংস্থা। কিন্তু সেই ফল না মিলতেই, এক্সিট পোলের বিভিন্ন সংস্থার পারফরমেন্স নিয়েই প্রশ্ন উঠে গেল। পাশাপাশি তাঁদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছে ইন্ডিয়া জোটের নেতারা। সরব হয়েছেন সাধারণ মানুষও।