লোকসভা নির্বাচনে বাংলার মুখ থুবড়ে পড়েছে বিজেপি। মেলেনি এক্সিট পোলের পূর্বাভাস। ২৯টি আসনে বিপুল ব্যবধানে জিতেছে তৃণমূল। জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বাংলার বকেয়া টাকা নিয়ে ফের সবর হলেন। হুঁশিয়ারি দিলেন আন্দোলনের। বাংলার বকেয়া টাকার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়েছে তৃণমূল। দিল্লীতে ধর্না অবস্থান সবই করেছে তারা। কিন্ত সুরাহা মেলেনি। ফলাফলের আগে বিজেপির বিপুল জয়ের ইঙ্গিত মিলেছিল এক্সিট পোলে। কিন্তু ফলাফলে ধরা পড়ল অন্য চিত্র। শনিবার সপ্তম দফার পর থেকেই দাবি করা হয়েছিল বিভিন্ন সমীক্ষায়, কেন্দ্রে প্রায় ৩৫০ আসন পেয়ে ফিরবে এনডিএ, সেক্ষেত্রে বিজেপিকে এককভাবেই ম্যাজিক ফিগার ২৭২ পার করিয়ে দিয়েছিল অনেক এক্সিট পোল। কিন্তু মঙ্গলবার ফল প্রকাশের পরেই দেখা যায়, ৩৫০ নয়, এনডিএর আসন থাকছে ৩০০ র কাছাকাছি। শুধু তাই নয়, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি।
আজ, ভোটের ফল প্রকাশের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার বকেয়া অবিলম্বে ফেরত দিতে হবে। বকেয়া না মেটালে আন্দোলন হবে। লজ্জা থাকলে আমাদের টাকা এখনই ফেরত দেওয়া হোক।” প্রসঙ্গত, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন ক্ষেত্রে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে রাজ্যের অভিযোগ। টাকার দাবিতে এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দরবার করেছেন প্রধানমন্ত্রীর কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিকবার দিল্লীতে আন্দোলনও করে তৃণমূল ঘাসফুল শিবির।