শনিবার রাতে অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলেছিল, বরাবরের মতো এবারও দিল্লিতে গেরুয়া ঝড় অব্যাহত ছিল। তারই প্রতিফলন ঘটেছে ইভিএমে।
তবে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল জি-নিউজের এক্সিট পোল বলছে, রাজধানীতে এবার ‘ইন্ডিয়া’ অর্থাৎ বিরোধী ইন্ডি জোটের জয়জয়কার হবে। রাজধানীর সাতটি লোকসভা আসনের মধ্যে তারা সর্বাধিক পাঁচটি আসন পেতে পারে। বিজেপি পাবে বাকি দুটি।
জি গোষ্ঠী আরও জানিয়েছে, তারা এই সমীক্ষার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করেছিল। এক্সিট পোলের প্রচলিত উপায় অবলম্বন করেনি। তারাই প্রথম এআই ব্যবহার করে বুথ ফেরত সমীক্ষার ফল পর্যালোচনা করেছে।
দিল্লিতে ২০১২ সাল থেকে আম আদমি পার্টির সরকার ক্ষমতায় থাকলেও লোকসভার লড়াইয়ে পদ্ম শিবিরকে ধাক্কা দিতে পারেনি। গতবারও রাজধানীর সাতটি লোকসভার সব ক’টি বিজেপি জিতে নিয়েছিল। আপের দিল্লির সাংসদ আছে শুধু রাজ্যসভায়। পাঞ্জাবে তাদের একজন সদস্য লোকসভায় ছিলেন। তিনিও এবার ভোটের আগে বিজেপিতে যোগ দেন।
জি-র সমীক্ষা অনুযায়ী দিল্লিতে এবার প্রথম আপ খাতা খুলতে চলেছে। অনেকদিন পর রাজধানী থেকে লোকসভায় প্রতিনিধি পাঠাতে পারে কংগ্রেসও। দুই দল এবার বোঝাপড়া করে লড়াই করেছে। লোকসভার সাতটি আসনের চারটি আপ এবং তিনটিতে কংগ্রেস লড়াই করেছে। সাত কেন্দ্রেই যৌথ প্রচার করেছে দুই দল। প্রচারে সময় দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী।