ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ২০২২ সালের ডিসেম্বরে ১১ লক্ষ বাড়ির অনুমোদন দেয় মোদী সরকার। কিন্তু তারপর এতদিনেও এই খাতে কোনও টাকা ছাড়েনি কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজেদের খরচে গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের শেষে মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। ‘বাংলার আবাস যোজনা’ হবে এই প্রকল্পের নাম।
এপ্রসঙ্গে ওয়াকিবহাল মহলের মতে, নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় ফিরলেও নাম নিয়ে কোনও জটিলতার জায়গা থাকছে না। কারণ, কেন্দ্র কোনও টাকা দেয়নি। আর যদি ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় আসে, সেক্ষেত্রে মমতার বন্ধু সরকারই হবে কেন্দ্রে। সেই সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তৃণমূলের। ফলে সেক্ষেত্রে মমতার দেওয়া নামে দিল্লীর কোনও আপত্তি থাকবে না বলে ধরে নিচ্ছে প্রশাসনিক মহল। ফলে বাংলায় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ শব্দবন্ধটি আপাতত থাকছে না। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে গ্রামের গরিব মানুষের বাড়ি তৈরির যাবতীয় অর্থ বরাদ্দ করতে চলেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই।