২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলার রাজনীতির অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালি। ইডির উপর হামলা, তৃণমূল নেতা গ্রেফতার থেকে শুরু করে দফায় দফায় বিক্ষোভ, অশান্তি— প্রথম থেকেই শিরোনামে থেকেছে উত্তর চব্বিশ পরগনার এই জনপদ। ভোটের দিন সকালে সেখানে কেমন পরিস্থিতি? স্থানীয় সূত্রে জানা গেল, সকাল থেকে এখনও পর্যন্ত সন্দেশখালি মোটের উপর শান্ত। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ওই এলাকা থেকে তেমন কোনও অশান্তির খবর আসেনি।
শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালির দক্ষিণ খুলনা অঞ্চল। সেখানে ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামী তথা এলাকার তৃণমূলকর্মী রামকৃষ্ণ মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথা ফেটে গিয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। আক্রান্ত জানিয়েছেন, তিনি ভোট দিতে গেলে তাঁকে ঘিরে ধরেন বিজেপি কর্মীরা। তার পর মারধর করা হয়। তাতে তাঁর মাথা ফেটে যায়।
বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, ‘‘রামকৃষ্ণ মণ্ডল দলবল নিয়ে বুথ দখল করতে গিয়েছিলেন। তাই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঁর উপরে চড়াও হন। হাতাহাতিতে তিনি জখম হন। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’’