আগামী মরসুমের জন্য দল সাজানোর কাজ শুরু করে দিল লাল-হলুদ শিবির। এবার আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোস আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। ১২ই জুন ট্রান্সফার উইন্ডো খুললেই গ্রিক স্ট্রাইকার সরকারি ভাবে ইস্টবেঙ্গলের সদস্য হবেন। গ্রিক স্ট্রাইকারকে দলে নিতে শুরু থেকেই ঝাঁপিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। সূত্রের খবর অনুযায়ী, ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়েই গিয়েছেন দিমিত্রিয়স। তাঁর মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় ছিল ইস্টবেঙ্গল। সেই রিপোর্টেও সন্তুষ্ট তারা। দুবছরের জন্য ইস্টবেঙ্গলে আসবেন তিনি। গত আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। ১৭টি ম্যাচ থেকে ১৩ টি গোল করেছিলেন তিনি। হয়েছিলেন আইএসএলের সেরা গোলদাতা।
উল্লেখ্য, এবছর শক্তিশালী দল তৈরি করতে মরিয়া ইস্টবেঙ্গল। রক্ষণে হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। সল ক্রেসপো, ক্লেটন সিলভার সঙ্গেও চুক্তি বাড়ানো হয়েছে। মাদিহ তালাল ও দিমিকে নিচ্ছে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। আরেকজন বিদেশির সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল। এছাড়া চলছে ঘরোয়া ফুটবলার নেওয়ার প্রক্রিয়াও।