ভোট প্রচার শেষ করে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবর প্রকাশ্যে আসতেই বুধবার বারুইপুরের সভা থেকে মোদীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সুরে সুর মিলিয়ে সরব হলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিও। বুধবার বিকেলে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ব্যাপারে ইন্ডিয়া জোটের তরফে কমিশনে অভিযোগ জানাচ্ছি।’
গতকাল মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখায়, ধ্যান করছি। আসলে প্রচার পেতে চায়।’ তিনি এও বলেন, ‘উনি ধ্যান করতে পারেন কিন্তু টিভি সেটা দেখাতে পারবে না। তা না হলে এটা বিধিভঙ্গের মধ্যে পড়বে। কমিশনকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে।’ সিংভিও বলেন, ১ জুন ভোট। হিসেব অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে সমস্ত রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি শেষ করতে হবে। সেক্ষেত্রে ভোটের ফল প্রকাশের পর মোদী ধ্যানে বসুন। তা না হলে উনি ধ্যানে বসলেও কমিশনকে নিশ্চিত করতে হবে এ ব্যাপারে সংবাদ মাধ্যমে যেন খবর সম্প্রচারিত না হয়। এই বিষয়েই আমরা কমিশনে অভিযোগ জানাচ্ছি।