আগামী ১লা জুন সম্পন্ন হবে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব। জোরকদমে চলছে অন্তিম লগ্নের প্রচার। আজ, বুধবার যৌথ প্রচার সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন মমতা। মঞ্চ থেকেই বিজেপিকে মমতার চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে অভিষেককে ও তাঁকে গ্রেপ্তার করুক। পাশাপাশি সাংসদ হিসেবে নিজের ভাইপোকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি। মমতার কথায়, “ওঁর থেকে ভালো কেউ লোকসভা দেখতে পারে না।” এদিন শেষবেলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়াব্রুজে সভা করেন মমতা এবং অভিষেক। সেখান থেকে বিজেপিকে তোপ দাগেন মমতা।
তৃণমূল নেত্রীর কথায়, “আমাদেরও অনেক ধমকান অনেক সময়ে। কিন্তু হুমকি দিয়ে আমাদের কিছু করা যাবে না। আমরা লড়তে পারি।” এর পরই তাঁর চ্যালেঞ্জ, “আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে। তো কর না? কত কারাগার আছে, দেখ অ্যারেস্ট করে। একটাই দল যে বিজেপির সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বে। ঝুঁকেগা নেহি।” এরপর সাংসদ হিসেবে অভিষেকের কাজের ভূয়সী প্রশংসা করেন মমতা। বলেন, “ঝড়জল যা-ই হোক, ও নিজের কেন্দ্রের পাশে থাকে। ওকে বলিও, তুই পারিস বটে। ওর মতো কেউ লোকসভা দেখতে পারে না।” অভিষেকের শৈশবের স্মৃতিচারণ করেন তিনি। জানান, মাত্র আড়াই বছর বয়স থেকে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত অভিষেক।