গত সপ্তাহে পায়েল কাপাডিয়া প্রথম ভারতীয় পরিচালক হিসেবে তাঁর অল উই ইমাজিন অ্যাস লাইট ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবে গ্রান্ড প্রাইজ জয় করেন। তারপরই পায়েল এবং তাঁর ছবির প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এ নিয়ে মোদীকে একহাত নিলেন কংগ্রেস নেতা শশী থারুর। জিজ্ঞেস করেন ভারত আদৌ পায়েলকে নিয়ে গর্বিত কিনা। যদি গর্বিতই হয় তাহলে ভারত সরকার কেন পায়েল এবং তাঁর এফটিআইআই-এর সহপাঠীদের ওপর থেকে সমস্ত কেস তুলে নিচ্ছে না?
প্রসঙ্গত, ২০১৫ সালে গজেন্দ্র চৌহানকে যখন পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় তখন যে ছাত্র ছাত্রীরা সেটার বিরোধিতা করেছিলেন পায়েল কাপাডিয়া তাঁদের মধ্যে অন্যতম। মোদীকে সে কথা স্মরণ করিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে থারুর লেখেন, ‘মোদীজি যদি ভারত ওঁকে নিয়ে সত্যিই গর্বিত হয়ে থাকে তাহলে ভারত সরকারের উচিত নয় ওঁর এবং ওঁর এফটিআইআই-এর অন্যান্য সহপাঠীদের থেকে কেস টুকে নেওয়ার? অযোগ্য চেয়ারম্যানের বিরোধিতা করেছিল বলে ওঁদের বিরুদ্ধে যে কেস করা হয়েছিল সেটা তুলে নেওয়া হোক।’