ঘূর্ণিঝড় রেমালের কারণে রেলের পরিষেবা বহুক্ষণ বন্ধ থাকায় সোমবার ভোগান্তির শিকার হতে হয়েছিল ট্রেন যাত্রীদের। মঙ্গলবার সকালেও দুর্ভোগ আমজনতার। লিলুয়াতে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাহত হল ট্রেন চলাচল। যদিও স্বস্তির খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কারণ লাইনচ্যুত ওই ট্রেনটি ফাঁকা ছিল।
সূত্র মারফৎ জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিট নাগাদ লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। ফলে হাওড়া-বর্ধমান মেন শাখায় পরিষেবা ব্যাহত হয়েছে। আপ লাইনে ট্রেন ধীর গতিতে চললেও, ডাউন লাইন আপাতত বন্ধ। তাই অফিস যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। হাওড়া থেকে ওই লাইনে ছাড়া একাধিক ট্রেনও লেট করছে। একই লাইনে একাধিক ট্রেন দাঁড়িয়ে আছে।
রেল সূত্রে খবর, শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়া যাচ্ছিল একটি ফাঁকা লোকাল ট্রেন। লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন রেল কর্তৃপক্ষ। কিন্তু কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হল, তা এখনও বোঝা যায়নি। লাইন থেকে ট্রেনটি তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।