ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, জল জমে গিয়েছে। এহেন দুর্যোগপূর্ণ একমাত্র স্বস্তি তাপমাত্রার পতন। ক্রমাগত বৃষ্টির মাঝে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমেছে। সোমবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কলকাতার স্বাভাবিক তাপমাত্রার থেকে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। পাশাপাশি দমদমের আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতর থেকে বলে দেওয়া হয়েছে, কাল থেকে দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা থাকছে না। আবার বাড়তে চলেছে গরম। আগামী কয়েক দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। রেমালের কারণে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রায় যে পতনটুকু হয়েছে, কয়েক দিনের মধ্যেই তা আবার চড়চড়িয়ে বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।