গত ১৬ই মার্চ লোকসভা ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর আগেই একবার ভোটপ্রচার থেকে ছুটি নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নির্বাচনী প্রচারের জনসভা থেকে ফের ছুটি নেন তিনি। প্রসঙ্গত, প্রবল দাবদাহের মধ্যে গত দু’মাসের সামান্য বেশি সময়ে দেশের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত প্রায় দু’শোটির মতো জনসভা করতে দেখা গিয়েছে মোদীকে। অর্থাৎ দিনে গড়ে তিনটি করে। এছাড়া করেছেন বহু রোড শো।
কিন্তু ভোটের শেষ লগ্নে এসে তাঁর প্রচারকাজ থেকে এ হেন ছুটি নেওয়ায় উঠছে প্রশ্ন। বিরোধীদের প্রশ্ন, তবে কি চব্বিশে বিজেপির হার নিশ্চিত জেনেই হাল ছেড়ে দিচ্ছেন মোদী? এ নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, ‘মনে হচ্ছে বিদায়ী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার থেকে ছুটি নিয়েছেন। এটা ঈশ্বরের দয়া, কয়েক ঘণ্টা অন্তত মিথ্যার মহামারির থেকে রেহাই পাওয়া যাবে।’