আমাদের সমর্থন নিয়ে ‘ইন্ডিয়া’ মঞ্চের সরকার হলে ‘শর্ত’ থাকবে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাতিল করার। এবার এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সপ্তম দফার ভোটের আগে রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সোনারপুরে এবং যাদবপুরে জোড়া সভা করেন তৃণমূল নেত্রী। দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে সোনারপুর স্পোর্টিং ইউনিয়নের মাঠের সভা থেকে তিনি বলেন, ‘আগের সাংসদকে আপনারা সে ভাবে পাননি। অবশ্য দোষ ওর নয়। ও অভিনয়ের কাজে ব্যস্ত ছিল। দোষ আমাদেরই। তবে সায়নী কিন্তু এলাকায় পড়ে থেকে কাজ করবে।’
গতকাল জোড়া সভা থেকেই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করেছেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপি সরকার এনআরসি নিয়ে আসবে, সকলের শংসাপত্র বাতিল হবে এবং সকলেই জেলে থাকবে। তবে মমতার সাফ কথা, ‘এনআরসি করবেন, সিএএ করবেন, ইউসিসি করবেন। আমি একটাও করতে দেব না। তোমার ধমকানি, চমকানিতে আমার কিছু যায় আসে না!’
এই সূত্রেই তাঁর আরও বক্তব্য, ‘আমাদের সমর্থন নিয়ে ‘ইন্ডিয়া’ জোট সরকার তৈরি করবে। তৈরি (সরকার) করার পরে আমার শর্ত থাকবে, এনআরসি বাতিল করো, সিএএ বাতিল করো, ইউসিসি বাতিল করো!’ একইসঙ্গে তৃণমূল নেত্রী যোগ করেছেন, ‘মোদী যাক, সংবিধান থাক। শান্তি থাক। এই ভোটে হারাতে না পারলে আর কোনও দিন ভোট করতে দেবে না!’