শনিবার বিহারে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করেছিলেন যে, ‘ইন্ডিয়া জোট নিজেদের ভোটব্যাঙ্ককে তুষ্ট করার চেষ্টা করছে। ওরা চাইলে ভোটব্যাঙ্কের সামনে গিয়ে মুজরোও করতে পারে।’ যা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার এ নিয়ে মোদীকে একহাত নিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
বিহারের পাটলিপুত্র লোকসভা কেন্দ্রে এক নির্বাচনী সভায় হায়দ্রাবাদের সাংসদ বলেন, ‘দেশের প্রধানমন্ত্রীর কি এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত? মোদী কি মনে করেন আমাদের বাকশক্তি নেই?’ ওয়াইসির আক্রমণ, ‘প্রায় ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড চিনারা দখল করে নিয়েছে। মোদী এই বিষয়ে কিছুই করেননি। আমার প্রশ্ন তিনি এই ইস্যুতে ডিস্কো ড্যান্স করছেন কিনা।’
মিম প্রধানের অভিযোগ, ‘সংশোধিত নাগরিকত্ব আইন আনা হয়েছে মুসলিমদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য এবং মোদী এই ইস্যুতে ভাংড়া করতে থাকেন। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম সংসদে মুসলিমদের সম্পর্কে, বিশেষ করে আমাদের মা ও বোনদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়। এই ইস্যুতেও মোদী ভারতনাট্যম করে সন্তুষ্ট হয়েছেন।’