জিমন্যাস্টিক্সে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। রবিবার তাসখন্দে জিমন্যাস্টিক্সের ভল্ট ফাইনালে সোনা জিতেছেন ৩০ বছরের দীপা। ফাইনালে দীপার গড় ১৩.৫৬৬। উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে হারিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন কিম সন হ্যাং। তাঁর গড় ১৩.৪৬৬। ব্রোঞ্জ জিতেছেন জো কিয়ং বিয়ল। তাঁর গড় ১২.৯৬৬।
এদিন ফাইনালে টান টান লড়াইয়ের পরে শেষ হাসি হাসেন দীপা। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন তিনি। ফাইনালে প্রোদুনোভা ভল্ট দিয়েছিলেন। অল্পের জন্য চতুর্থ হন দীপা। উল্লেখ্য, তার পর থেকে ক্রমাগত চোট ভুগিয়েছে দীপাকে। ২০১৬ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।