এবার নিজেদের করা বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে চরম ভর্ৎসিত হল বিজেপি। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে যে বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি, তা ‘অপমানজনক’ বলে মনে করছে শীর্ষ আদালত। তাই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনওরকম হস্তক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসরকালীন বেঞ্চ। হাইকোর্টেই পুনর্বিবেচনা করার আবেদন জানানোর নির্দেশ দিয়েছে তারা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিজ্ঞাপনগুলিতে প্রতিপক্ষকে (তৃণমূল) আক্রমণ করা রয়েছে। অপরকে আক্রমণ করে নিজের প্রচার করা যায় না। এক্ষেত্রে কোনও পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট কীভাবে হস্তক্ষেপ করবে?
প্রসঙ্গত, ভোটের মুখে সংবাদমাধ্যমে বিজেপির দেওয়া বিজ্ঞাপনকে অসম্মানজনক বলে কলকাতা হাইকোর্টে গিয়েছিল তৃণমূল। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ বিজ্ঞাপনগুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এরপরই বিজেপি যায় ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ বহালের পক্ষেই রায় দেয়। তাতেই সুপ্রিম কোর্টের দুয়ারে হাজির হয় বঙ্গ বিজেপি। তবে এবার সেখান থেকেও ফিরতে হল। সোমবার বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি কেভি বিশ্বনাথনের এজলাসে এই বিজ্ঞাপন মামলার শুনানি ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুনর্বিবেচনার আবেদন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের দ্বারস্থ হতে হবে বিজেপিকে।