গত ২৯ এপ্রিল মালদহে নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতা শান্তনু ঘোষের কাছ থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এরপর ১ মে মালদহের রতুয়ায় আর এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এই পরিস্থিতিতে বিজেপি কেন্দ্রীয় সরকারের গাড়িতে করে টাকা ঢোকাচ্ছে বলে এবার অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ঘাটাল লোকসভার দাসপুর থানার খুকুড়দা এলাকায় নাকা চেকিং-এর সময় পুলিশ এক বিজেপি নেতার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। ওই প্রসঙ্গ টেনে গতকাল রায়দিঘির সভা থেকে প্রশাসনকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরেই বিজেপির বিভিন্ন নেতার কাছ থেকে প্রচুর টাকা উদ্ধার হচ্ছে। শুক্রবারও দাসপুরে পুলিশ নাকা চেকিংয়ের সময় এক বিজেপি নেতার গাড়ি থেকে প্রচুর টাকা পেয়েছে। আমি পুলিশ প্রশাসনকে বলব আরও বেশি করে নাকা চেকিং করতে।’
এরপরই মমতা অভিযোগ করেন, ‘নির্বাচনের জায়গাগুলোতে গাড়িতে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের গাড়িতে করে টাকা ঢোকানো হচ্ছে। আমি প্রশাসনকে বার বার বলব নাকা চেকিংয়ে আরও জোর দিতে।’ দাসপুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রশাসন থেকে যতদূর জানতে পেরেছি ওই টাকার বৈধ কোনও কাগজপত্র ছিল না বিজেপি নেতার কাছে। জনতার উদ্দেশে মমতার বক্তব্য, ‘পাঁচ বছর কাজ না করে এখন টাকা দিয়ে ভোট কিনতে চাইছে। কতটা নির্লজ্জ এই বিজেপি দল।’