আগামীকাল, শনিবার ষষ্ঠ দফায় ভোট রাজ্যের ৮ কেন্দ্রে। যার মধ্যে অন্যতম বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রটি। এবার ভোটের ঠিক আগের দিন, শুক্রবার সাতসকালে বাঁকুড়ার কোতুলপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নামে পড়ল পোস্টার। তাতে লেখা, ‘এই লম্পটকে কি ভোট দেবেন আপনারা?’ এ নিয়ে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
শুক্রবার সকালে বাঁকুড়ার কোতুলপুরের বিভিন্ন এলাকায় দেখা যায় সৌমিত্র খাঁয়ের নামে পোস্টার। ওপরে লেখা, ‘সৌমিত্র খাঁ-এর চার্জশিট’। তাতে লেখা, ‘রাজনৈতিক স্বার্থের জন্য আপনি সরেশ্বর মন্দিরকেও ছাড়লে না?’, ‘নিজের স্ত্রীকে তো ছাড়লেনই। অন্যের স্ত্রীকে ভোগ করার জন্য নিরীহ মানুষকে খুন করলেন?’, ‘আপনার চেয়ে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা পশ্চিম বাংলায়?’। নিচে লেখা, ‘এই লম্পটকে কেউ ভোট দেবেন আপনারা?’ এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল এলাকায়।