দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ছয় দফার ভোটগ্রহণ পর্ব। বাকি রয়েছে আর দু’দফা। মসনদে কারা বসবে, তা জানা যাবে আগামী ৪ঠা জুন। উল্লেখ্য, এবারের নির্বাচনে নতুন প্রজন্মের ভোটারদের নিজেদের দিকে টানতে প্রতিশ্রুতির ঝুড়ি সাজিয়ে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। দক্ষিণ ২৪ পরগনা জেলায় নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় লক্ষ। এই ভোট কোন দিকে যাবে, তা নিয়ে চর্চা চলছে সিপিএম, তৃণমূল এবং বিজেপিতে।
এক্ষেত্রে প্রত্যেকেরই দাবি, তাদের দিকেই ঝুঁকবেন নবীন প্রজন্মের ভোটাররা। তাঁদের মন জয় করতে প্রতিশ্রুতির পসরা সাজিয়েছে বিজেপি এবং বামেরা। পাশাপাশি, যুবদের জন্য যেসব সরকারি প্রকল্প চালু রয়েছে, সেগুলিকেই সামনে রেখে প্রচার করছে তৃণমূল। উল্লেখ্য, নির্বাচনে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। ফলত, নতুন প্রজন্ম নিয়েও আলাদা ভাবনাচিন্তা রয়েছে দলগুলির।