ভোটের মুখে বড় চমক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিরিয়া পারভিন। যোগ দিয়ে সাংঘাতিক দাবি সিরিয়ার মুখে, “এতদিন যা ঘটানো হয়েছে পরিকল্পিত। ঘটানো হবে আরও কিছু, তাও পরিকল্পিত। গতকাল সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়েছি। আজ এখানে এসেছি।” বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন সিরিয়া। শুধু তাই নয়, সিরিয়া সেই নেত্রী যিনি গত ১৩ ফেব্রুয়ারি বিজেপির ডাকা বসিরহাট এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন। টাকিতে যে গাড়ির বনেটে সুকান্ত মজুমদার পড়ে গিয়েছিলেন, সেখানে উপস্থিত ছিলেন সিরিয়াও। বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মমতাবালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সিরিয়া পারভিন।
এদিন তৃণমূলে যোগদানের পর সিরিয়া বলেন, “অনেকেই বলবে আমাকে তৃণমূল কিনে নিয়েছে। কিন্তু আর ক’দিন পর ভোট। এখন আমার কী পাওয়ার আছে? অসত্য কে সত্য প্রমাণের চেষ্টা চলছে। আর তৃণমূলের নেতারা জড়িত নন সন্দেশখালিতে। অভিযোগ ভুয়ো।”
এই সিরিয়া পারভিন বলেন, “একটা কেন্দ্রিক জায়গা থেকে আন্দোলনের পাশে দাঁড়াতে আমাদের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। মহিলাদের সম্ভ্রম রক্ষা করার আন্দোলন শুরু করি ঠিকই, কিন্তু পরে বুঝি গোটাটাই হাতে লেখা গল্প। আন্দোলন করার জন্য মহিলাদের টাকা দেওয়া হতো, মোবাইল ফোন দেওয়া হতো।”