একেবারে জমে উঠেছে লড়াই। ভোট যত শেষ দফার দিকে এগোচ্ছে ততই জমে উঠছে রাজনৈতিক লড়াই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা মঞ্চের বিতর্কসভায় হাজির হওয়ার জন্য় আহ্বান করলেন মমতা। কার্যত খোলা চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা।
কলকাতার বউবাজারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় কার্যত খোলা চ্যালেঞ্জ ছোঁড়েন মোদীকে নিশানা করে।
মমতা বলেন, ‘আমি মোদী বাবু মহাশয়কে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন। আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি। একটা মঞ্চ তৈরি করুন। আপনার সঙ্গে টেলিপ্রম্পটার থাকুক। কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না। না দেখে বলতে পারেন না। আমার সঙ্গে কিন্তু কিছু থাকবে না। আমি একা থাকব। আপনার সঙ্গে দরকার হলে ১০টা অফিসারকে রেখে দিন। আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন। এখন যেমন সাংবাদিকদের প্রশ্ন লিখে দিচ্ছেন। জীবনে যিনি কোনওদিন প্রেস কনফারেন্স করেননি। সেটা না করে সাংবাদিকরা তাদের মতো করে প্রশ্ন করবেন। আপনিও উত্তর দেবেন। আমিও উত্তর দেব। কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্য়াক্সেপ্ট করবেন? বলুন হবে। আমি কিন্তু রাজি আছি।’ কার্যত খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা।
তবে সেই সঙ্গেই মমতা দুটি বিশেষ দাবি করেছেন। প্রথমত মোদী প্রেস কনফারেন্স করেন না। আর দ্বিতীয়ত তাঁকে সংবাদমাধ্যমের তরফে যে প্রশ্ন করা হয় সেটা লিখে দেওয়া, সাজনো। তার বাইরে তিনি প্রশ্নের উত্তর দেন না। দাবি মমতার।