‘রাস্তায় বেরোলে চামড়া তুলে নেওয়া হবে’- নন্দীগ্রামে বিজেপি এমনই ভাষায় হুমকি দিচ্ছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, রাজ্যের শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছে যে শনিবার ভোট দিতে যেতেও বারণ করা হয়েছে। রীতিমতো মাইকে ঘোষণা করে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দলবল হুমকি দিয়েছে যে শনিবার যাঁরা ভোট দিতে যাবেন, তাঁদের বাড়িছাড়া হতে হবে।
তৃণমূলের দেওয়া একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি ‘এখন খবর) মাইকে একজনকে বলতে শোনা গিয়েছে, ‘পুলিশকে মানবে না। চামড়া তুলে দেওয়া হবে যদি রাস্তায় বের হও। আর ২৫ তারিখ ভোট দেওয়ার জন্য যদি সকালে বুথকেন্দ্রে যাও, তাহলে সন্ধ্যায় গৃহছাড়া হবে। আমরা খুনে বিশ্বাস করি না। যেভাবে …….-কে হত্যা করা হয়েছে।’ যদিও সেই অভিযোগ নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।
সেই অভিযোগের মধ্যেই সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসাবাজারে বিজেপি কর্মী রথিবালা আড়িকে (৫৬) খুনের ঘটনায় উত্তপ্ত রয়েছে নন্দীগ্রাম। আজ সকালেও সেখানকার পরিস্থিতি থমথমে আছে। অভিযোগ উঠেছে যে প্রথমে রথিবালাকে বাঁশ দিয়ে পেটানো হয়। তারপর কুপিয়ে খুন করেন তৃণমূলের লোকজন। মারধরের ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে সঞ্জয়ও। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভরতি আছেন। আহত হয়েছেন আরও দু’জন বিজেপি কর্মী।