আগামী ২৫শে মে দেশজুড়ে সম্পন্ন হবে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। আজ তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন দেবাংশু। আর ভোটের আগেই ভ্রাতৃপ্রতিম দেবাংশুকে জয়ী ঘোষণা করে দিলেন অভিষেক। বললেন, “দেবাংশুকে অন্ত্যত দুলক্ষ ভোটের ব্যবধানে জেতাবেন তমলুকের মানুষ।” ২৫ তারিখ রাজ্যের আটটি লোকসভা আসনে ভোট। তার মধ্যে রয়েছে তমলুক লোকসভা। এই লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা। নন্দীগ্রামের বাইপাস মাঠে বুধবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে সভা করলেন অভিষেক। সেই সভায় তিনি দাবি করেন বিশাল ব্যবধানে জিতবেন দেবাংশু। সেখানেই তিনি জানান, কেন্দ্রে মোদী সরকারের মেয়াদ আর ১০ দিন। আগামী ৪ঠা জুন ভোটের ফলাফলের পর কেন্দ্রের মসনদ থেকে বিদায় নেবে বিজেপি বলে জানান অভিষেক।
পাশাপাশি, এই লোকসভায় ভোটের দিন গন্ডগোল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দিন ৮০টি বুথে বিজেপি গোলমাল পাকাতে পারে বিজেপি এই রকম খবর নাকি রয়েছে অভিষেকের কাছে। তিনি বলেন, “এখানের ৮০টা বুথে কারচুপি করার পরিকল্পনা আছে বিজেপির। এটা ওদের লোকেরাই আমায় বলেছে। ভোট দিতে বাধা দিলে রুখে দাঁড়াবেন। এই ভোট নন্দীগ্রামের সম্মান রক্ষা করার ভোট।” পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বির্তকিত মন্তব্য নিয়েও তাঁকে বিঁধেছেন অভিষেক বলেন। “এখানকার বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত জিজ্ঞাসা করছেন। দেশের প্রধানমন্ত্রী বাংলার অগ্নিকন্যাকে ঝুঁকে প্রণাম করেছে ছবি দেখিয়েছি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। বিধানসভায় যে খেলা শুরু হয়েছিল তা বাকি আছে। আগামী ২৫।তারিখ সেই খেলা শেষ হবে”, বলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।