এবার সোশ্যাল মিডিয়ায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের একটি ছবি পোস্ট করে তাঁর বিজেপি যোগের প্রমাণ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। একইসঙ্গে রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে। সেই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। কলকাতা পুলিশ বিশেষ টিম গঠন করে এই ঘটনার তদন্ত করছে, রাজভবনের একাধিক কর্মীকে তলবও করা হচ্ছে দফায় দফায়। এরই মধ্যে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা রাজ্যপালের একটি ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন কুণাল।
সেখানে দেখা যাচ্ছে, রাজ্যপাল একটি হলুদ রঙের উত্তরীয়র মতো কিছু পরে আছেন। আর তাঁর বুকের কাছে পদ্ম চিহ্নের মতো কিছু লাগানো। কুণাল ঘোষের দাবি, ওটি বিজেপি দলের প্রতীক! তিনি তাঁর পোস্টে লিখেছেন, ”রাজ্যপালকে স্পষ্ট করতে হবে এই ছবি সত্যি না মিথ্যে। রাজ্যপালের পদে থেকে তিনি যদি বিজেপির প্রতীক পোশাকে লাগিয়ে ঘোরেন, তবে তাঁর পদত্যাগ করা উচিত।