মোদী কি নিরামিষভোজী? এবার এমনই প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। নয়া দিল্লিতে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে ইদে মুসলিমদের খাবার পাঠানো মন্তব্য নিয়ে আক্রমণ করতে গিয়ে এই প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। পাশাপাশি মোদীকে এর আগে মুখোমুখি ডিবেটে বসার জন্য চ্যালেঞ্জ করেছিলেন রাহুল। এবারও মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, জানেন মোদী তাঁর সঙ্গে ডিবেটে বসবেন না।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে লাগাতার ধর্মীয় মেরুকরণের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সম্প্রতি রাজস্থানের বাঁশওয়ারায় একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেছিলেন, ‘হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দিতে চায় কংগ্রেস।’ তাঁর এই মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।
তবে কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার মোদী দাবি করেছিলেন, তিনি যখন ছোট ছিলেন তখন ইদের দিন মুসলিমরা তাঁর বাড়িতে খাবার পাঠাতেন। সেই খাবার তিনি খেতেন। তাই নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুলের প্রশ্ন, ‘আপনি তো নিজেকে একজন নিরামিষভোজী বলে থাকেন। ২৪ ঘণ্টা সেই কথায় বলেন। তাহলে কি আপনি নিরামিষভোজী নন?’