সোমবার সকালে পুরীর মন্দিরে পুজো দিয়ে এক বিশাল রোড শোয়ের পর ঢেঙ্কানলে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভা থেকেই রামমন্দিরের পর এবার পুরীর জগন্নাথ মন্দিরকে ভোট-অস্ত্র করলেন তিনি। বললেন, বিজু জনতা দলের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হাতে পুরীর জগন্নাথ মন্দিরও নিরাপদ নয়। তিনি প্রশ্ন তোলেন, কোথায় গেল জগন্নাথদেবের ‘রত্নভাণ্ডারের’ হারিয়ে যাওয়া চাবি? ৬ বছর হয়ে গেল উধাও রত্নভাণ্ডারের চাবি। কোথায়, কার কাছে আছে সেই চাবি! তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে ঘিরে ঘুরপাক খাওয়া একদল লোকই দায়ী জগন্নাথদেবের অমূল্য রত্নকোষের চাবি ‘হারানো’র জন্য।
এদিন উড়িষ্যার ঢেঙ্কানল এবং অঙ্গুলে দুটি জনসভা করেন মোদী। ভোট প্রচারে উড়িষ্যার অনুন্নয়ন, দারিদ্র্য ও পিছিয়ে পড়া নিয়ে নবীনের বিজেডি সরকারকে আগাপাশতলা কাঠগড়ায় তোলেন তিনি দাবি করেন, উড়িষ্যা থেকে বিজেডি সরকারের যাওয়ার পালা এসে গিয়েছে। এই সরকারের হাতে না খনিজ সম্পদ, না সাংস্কৃতিক ঐতিহ্য কিছুই নিরাপদ নয়। এই প্রসঙ্গেই মোদী পুরীর জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ তুলে বলেন, মন্দিরের রত্নভাণ্ডার যা জগন্নাথদেবের রত্নভাণ্ডার বলে পরিচিত, তার চাবি গায়েব হওয়ার রহস্য উদ্ধারে কেন বিচারবিভাগীয় তদন্তের থেকে পিছিয়ে যাচ্ছে উড়িষ্যা সরকার? মোদীর এ হেন বক্তব্যেই স্পষ্ট, পঞ্চম দফার ভোটের দিন পুরীর মন্দির নিয়ে রাজনীতি শুরু করে দিলেন তিনি।