সোমবার সকাল থেকেই রাজ্যে চলছে চব্বিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব৷ তার মাঝেই ষষ্ঠ দফার নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবারের মতো সোমবারও রাঢ়বঙ্গেই প্রচারে মন দিয়েছেন মমতা৷ এদিন বাঁকুড়ার ওন্দায় সভা করেন তিনি৷ বলা বাহুল্য এদিনের সভা থেকেও বিজেপি সরকারের তুমুল তুলোধনা করেন মমতা৷
বাংলার ‘আইকনিক’ সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ‘বন্ধ’ করে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি৷ মমতা-অভিষেকের গলায় বার বার শোনা গিয়েছে এমন অভিযোগ। এদিন অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় আশার কথা শোনান তৃণমূলনেত্রী৷
ওন্দার সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার যখন আমি করেছিলাম তখন আমি ভেবেছিলাম ৬০ বছর বয়স পর্যন্ত করব। কিন্তু আমরা ঠিক করেছি, যত বছর মেয়েরা বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।’’ অর্থাৎ, শুধুমাত্র ৬০ বছর পর্যন্ত মহিলারাই নন, এবার থেকে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পেতে চলেছেন বাংলার মহিলারা৷ সভা থেকে তেমনই প্রতিশ্রুতি দিলেন মমতা৷
পাশাপাশি, এদিন কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে মমতা স্পষ্ট বলেন, ‘‘বাংলাই ইন্ডিয়া জোটকে লিড করবে৷’’ ভোটের আগে আসন রফা পর্বের টানাপড়েন নিয়ে কার্যত ‘চিড়’ ধরেছিল ইন্ডিয়া জোটে৷ তবে, সম্প্রতি, ফের নিজেকে ইন্ডিয়া জোটের অংশ হিসাবে দাবি করেন মমতা৷ স্পষ্ট জানিয়ে দেন, তিনি ইন্ডিয়া জোটে ছিলেন এবং থাকবেন৷ যা নিয়ে রীতিমতো আলোড়িত হয় জাতীয় রাজনীতি৷