চলছে লোকসভা নির্বাচন। সোমবার দেশজুড়ে সম্পন্ন হল পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। সপরিবারে ভোট দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। উল্লেখ্য, গত বছর গত বছর কৃষ্ণ জম্মাষ্টমীতে মুক্তি পেলেছিল তাঁর ‘জওয়ান’ ছবি। রেকর্ড ব্যবসা করে তা সুপারহিট হয়। ছবিতে শাহরুখ খান প্রশ্ন তুলেছিলেন, “৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে দেশে বেকারত্ব ঘুচবে কিনা? শিক্ষার অধিকার মিলবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? তাই ভোট দিলে যাচাই করে তবেই ভোট দিন!” সেই সংলাপ হু হু করে ভাইরাল হয়েছিল। হল জুড়েছিল করতালিতে ফেটে পড়েছিল জনতা। দু-দিন আগেও সোশ্যাল মিডিয়ায় সচেতন নাগরিক হিসাবে সচেতন হয়ে ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন বাদশা। মনে করিয়েছিলেন ভারতীয় হওয়ার কর্তব্য।
এদিন দুপুর দুপুর বান্দ্রা বিশেষ ভোটদান কেন্দ্রে হাজির কিং খান। সঙ্গী তাঁর স্ত্রী এবং সন্তানেরা। এমনকী খুদে আব্রামও বাবা-মা ও দাদা, দিদির সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত (সখী মতদান কেন্দ্র) কেন্দ্রে ভোট দিলেন শাহরুখ-সুহানারা। এদিন বাদশার দেখা মিলল ব্লু ডেনিম এবং কালো টি-শার্টে। চুল টেনে বাঁধা, চোখে রোদচশমা। আব্রামের হাত ধরে বেরিয়ে এলেন শাহরুখ। মেয়ে সুহানাকেও রাখলেন চোখে চোখে। এদিন সুতোর কাজ করা নীল কুর্তা আর সাদা প্য়ান্টে ভোট দিতে গেলেন শাহরুখ কন্যা। গৌরী-আরিয়ান এবং আব্রাম তিনজনই বেছে নিয়েছিলেন ক্যাজুয়াল লুক। সাদা টিশার্টে টুইনিং করতে দেখা গেল তাঁদের। প্রসঙ্গত, এক্স হ্যান্ডেলে দু-দিন আগেই বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন শাহরুখ। “সোমবার মহারাষ্ট্রের দায়িত্বপূর্ণ ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। ভারতীয় হিসেবে চলুন এই দায়িত্ব পালন করি এবং দেশের সবচেয়ে প্রয়োজনীয় কাজ যে ভোট, সেটা বুঝে নিই। ভোটাধিকার নিয়ে প্রচার করুন”, লিখেছিলেন তিনি।