নির্বাচনী আবহেই ফের বড়সড় অস্বস্তির মুখোমুখি হল বঙ্গ বিজেপি। এবার বিষ্ণুপুরে এক নাবালিকা মেয়েকে ক্রমাগত যৌন নির্যাতনের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে! অভিযুক্ত আবার স্থানীয় বিজেপি নেতা। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে বড়জোড়া থানার পুলিশ। ধৃতের নাম অরূপ সমাদ্দার। বড়জোড়া পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য অপর্ণা সমাদ্দারের ছোট ছেলে। এলাকায় সে বিজেপি নেতা হিসেবেই পরিচিত। লোকসভা ভোটের মুখে স্থানীয় বিজেপি নেতার এহেন কুকীর্তি ফাঁস হওয়ায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর লোকসভা এলাকায়। পুলিশ সূত্রে খবর, গত শনিবার বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মানাচরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা ওই নাবালিকা বাবার কুকীর্তির কথা বড়জোড়া থানায় এসে জানায়। দশম শ্রেণির ছাত্রীর অভিযোগ, গত কয়েক বছর ধরে বাবার যৌন লালসার শিকার হচ্ছিল সে। দিনে দিনে বেড়েই চলছিল অত্যাচার। মেয়ের অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
অরূপের গ্রেফতারির পর মুখে কুলুপ এঁটেছেন মা অপর্ণাদেবী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরূপবাবুর স্ত্রী মেয়েকে স্বামীর কাছে রেখে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার পেতেছেন। বাবা, দাদু আর ঠাকুমার সঙ্গেই মেয়েটি রামকৃষ্ণপল্লীর বাড়িতে থাকত। অভিযোগ, মেয়েটিকে ছোট থেকেই বিভিন্নভাবে যৌন নির্যাতন করত ওই ব্যক্তি। দশম শ্রেণিতে ওঠার পর সেই অত্যাচার চরম আকার নেয়। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জির কথায়, “ঘটনার তদন্ত শুরু করেছি আমরা। অভিযুক্তকে নাবালিকার যৌন হেনস্থার দায়ে গ্রেফতার করা হয়েছে।” ঘটনার তীব্র নিন্দা করেছেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কালী মুখোপাধ্যায়। “নিজের মেয়েকে যৌন হেনস্তার দায়ে গ্রেফতার হয়েছেন ওই বিজেপি নেতা। সেই বিজেপি নেতারাই আবার নারী অত্যাচারের কথা বলে। বিজেপি নেতাদের এই দ্বিচারিতা মানুষের জানা উচিত”, সাফ জানিয়েছেন তিনি।