এদিন দেশজুড়ে চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। তালিকায় রয়েছে রাজ্যের ৭ লোকসভা কেন্দ্রও। যার মধ্যে অন্যতম বনগাঁ ও ব্যারাকপুর কেন্দ্র দুটি। এবার ঝড় বৃষ্টির জেরে বিপর্যস্ত হল এই দুই কেন্দ্রের ভোট প্রক্রিয়া। সকাল সাড়ে এগারোটা নাগাদ মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় দমকা হাওয়া। বড় বড় ফোঁটায় বৃষ্টি নামে। সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন যে ভোটাররা তাঁরা লাইন ছেড়ে সরে পড়েন আশেপাশে ছাউনির খোঁজে।
প্রসঙ্গত, পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে থাকে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোটকেন্দ্রের আশেপাশের একাধিক অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। মাথা বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করেন তাঁরা।
স্থানীয়রা জানিয়েছেন, ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ ঝড়ের দাপটে বেশ কিছু অস্থায়ী ছাউনি ভেঙে পড়তেই আতঙ্কিত ভোটাররা ভোটকেন্দ্র ছেড়ে দৌড়ে পালাতে থাকেন। কেউ কেউ আশেপাশে কোনও ছাউনিতে আশ্রয় নিতে পারলেও অনেকেই সেই সুযোগ না পেয়ে ঘরমুখী হন। গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। ঝড় বৃষ্টিতে ভোট প্রক্রিয়া ব্যহত হয় ব্যারাকপুরের বিভিন্ন কেন্দ্রেও।