ভোট যতই এগোচ্ছে, ততই যেন উদ্বেগ মাথাচাড়া দিচ্ছে পদ্মশিবিরের অন্দরে। সোমবার পঞ্চম দফার নির্বাচনপর্ব মিটলেই, বাংলা থেকে জয়ের সম্ভাব্য তথ্য দিল্লীতে পাঠানোর নিদান এসেছে কেন্দ্রীয় বিজেপির তরফে। লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে চারটি পর্বে ভোটগ্রহণ মিটেছে। আজ পঞ্চম দফার ভোট।
প্রসঙ্গত, অমিত শাহ একাধিক নির্বাচনী জনসভায় বলছেন, চার দফাতেই বিজেপি নাকি ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে! বিরোধী রাজনৈতিক দলগুলিকে চাপে রাখার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু বাংলায় কত আসনে জয় আসবে, তা নিয়ে রীতিমতো সন্দিহান গেরুয়া-নেতৃত্ব।