এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘৪২০’ বলে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন! তাঁর কটাক্ষ, নরেন্দ্র মোদী, আপনার জন্য সত্যিই কোনও উপযুক্ত ভাষা নেই৷ আপনি শুধুমাত্র একটা সংখ্যা— ৪২০৷
বেকারত্ব নিয়ে কোনও কথা বলেন না৷ মূল্যবৃদ্ধির ব্যাপারেও আপনি অদ্ভূতভাবে নিশ্চুপ৷ কিন্তু ঘৃণা ছড়িয়েই চলেছেন৷ প্রধানমন্ত্রী, আপনি কি ভুলে গিয়েছেন ২০০২-এর কথা? বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ডেরেক এই প্রশ্নও তুলেছেন, যে ২০২১-এর নির্বাচনে চরম বিপর্যয়ের পর ১০০ দিনের কাজ এবং আবাস যোজনায় একটা টাকাও বাংলাকে দিচ্ছেন না কেন?