শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নির্বাচনী সভা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে সভা করেন তিনি। প্রসঙ্গত, ঘাটালে নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে মাস্টারপ্ল্যান তৈরির দাবি দীর্ঘ দিনের। এলাকাবাসীর সেই দাবি কবে পূরণ হবে, শুক্রবার ঘাটালের সভা থেকে তা জানিয়ে দিলেন মমতা। “জানি ঘাটালের মানুষকে নিকাশির জন্য খুব সমস্যায় পড়তে হয়। কিন্তু এটা তো অল্প টাকার কাজ না। হাজার কোটি টাকার প্রকল্প। আপনাদের বলছি, আর একটু অপেক্ষা করতে হবে। সার্ভে শুরু করা হয়েছে। তিন-চার বছরের মধ্যে মাস্টারপ্ল্যান শেষ হবে”, জানান তিনি।
উল্লেখ্য, দু’বারের সাংসদ দেবকে এবারেও ঘাটাল থেকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন নির্বাচনী সভা থেকে সেই প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী বলেন, “এবারেও দেবকে কেন ভোট দেবেন মানুষ?” খানিক থেমে জবাবও দিয়েছেন মমতা নিজেই। বলেন, “কোভিডের সময় দেব অনেক পরিযায়ী শ্রমিককে ফিরিয়েছে। ও খুব ভাল ছেলে। অনেক কাজ করে মানুষের জন্য।” এই প্রসঙ্গেই দেবের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর প্রসঙ্গও টেনে আনেন মমতা। জানতে চান, “দেবের বিরুদ্ধে কে লড়ছেন?” জনতা, হিরণের নাম বলতেই তাচ্ছিল্যের সুরে নেত্রী বলেন, ‘‘সেটা কে? খায় না মাথায় দেয়?’’ ঘাটালের একাংশ মানুষের প্রধান জীবিকা সোনার কাজ করা। সেজন্য অনেকে রাজ্যের বাইরে কাজ করেন। ঘাটালের ওই পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী। “এনআরসি করে আপনাদের দেশ থেকে তাড়াতে চাইছে বিজেপি। দয়া করে ভোটটা দিন, যাতে বিজেপি না আর ক্ষমতায় ফিরতে পারে”, জনগণের উদ্দেশে বক্তব্য মুখ্যমন্ত্রীর।