বিগত দু’বারের সাংসদ তিনি। এবার হ্যাটট্রিক করতে ময়দানে নেমেছেন। আর তৃণমূলের সেই সুপারস্টার দেবের ক্যারিশ্মাতেই মজেছে ঘাটাল মহিলা মহলের আট থেকে আশি। এবার দেবের হয়ে ঘাটালের তাঁদেরই প্রচার করতে দেখা গেল। তাঁদের মুখে একটাই কথা, ‘মহিলাদের ভোট দেবের জন্য।’ সকলেই ঘাটালের সাংসদ হিসেবে চাইছেন, তাঁদের ভূমিপুত্রকেই।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ঘাটালের একটি ভিডিও শেয়ার করেছেন দেব। সেখানেই দেখা গেল, কেউ হেঁশেলে রান্না করতে করতে দেবের কথা বললেন তো কেউ বা আবার খেতে কাজ করার মাঝে, বা সবজি কাটার ফাঁকে জানালেন, কেন তাঁরা তাঁদের দুবারের সাংসদ দেবকেই চাইছেন? কারও মন্তব্য, ‘দেবদা আসার পরই আমাদের রাস্তাঘাট উন্নত হয়েছে। আমরা আলাদা করে জলের কল পেয়েছি।’
আবার কারও কথায়, ‘দেবই তো আমাদের ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য লড়ছেন। বন্যায় প্রতিবার আমরা এত কষ্ট পাই। সবজি ফলাতে পারি না। সব নষ্ট হয়ে যায়। বাড়িঘর ভেসে যায়। সেখানে উনি একাই এখানকার মাস্টারপ্ল্যানের জন্য লড়ছেন। ওঁকে ভোট দেব না তো কাকে দেব!’ আবার কেউ বলছেন, ‘মহিলাদের ভোট দেবের জন্যই’। এককথায় ঘাটালের মহিলাদের মুখে এখন শুধুই দেবের গুণগান।