এবার শুভেন্দু অধিকারীর জনসভার ঠিক আগের মুহূর্তে তাঁর নামে চাকরি চোর পোস্টারে ছয়লাপ পুরুলিয়ার বরাবাজার শহর। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
বৃহস্পতিবার পুরুলিয়ার বরাবাজারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ প্রনত টুডুর সমর্থনে জনসভায় যোগ দিতে আসার আগে বরাবাজার শহর জুড়ে শুভেন্দু অধিকারীর নামে চোর পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে। সাদা কাগজের উপর কালো কালিতে প্রিন্টেড ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, ‘পুরুলিয়ার চাকরি চোর শুভেন্দু অধিকারী দূর হঠো।’ আর তাতেই তেতে উঠেছে বিজেপি কর্মীরা। পুরুলিয়ায় ষষ্ঠ দফায় ভোট হবে। তার আগেই এমন চোর পোস্টার পড়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে।