মঙ্গলবার পুরুলিয়ার ঘাসফুল-প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বিজেপি প্রার্থীকে তোপ দাগলেন তিনি। অভিযোগ করলেন, ভোটে জিততে টাকা ছড়াচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো! তাঁর দাবি, কিছুদিন আগে পুরুলিয়ার ১ ব্লকে টাকা ছড়িয়েছে বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠরা। ভোটের সময় টাকা দিতে পারলে, ১০০ দিনের টাকা আটকে রেখেছেন কেন, প্রশ্ন অভিষেকের। এদিন পুরুলিয়ার ঝালদার তুলিন ইউনাইটেড গ্রাউন্ডে সভা ছিল অভিষেকের। সেখান থেকে বিজেপিকে একের পর এক অভিযোগে বিদ্ধ করেন তিনি।
প্রসঙ্গত, পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, “এখানে এসে খবর পেলাম কিছুদিন আগে পুরুলিয়ার ১ নম্বর ব্লকে জ্যোতির্ময়ের হয়ে কিছু লোক টাকা ছড়াচ্ছে। বলছে ভোট করাতে হবে।” এর পরই তাঁর প্রশ্ন, এতদিন গরিব লোকগুলোর ১০০ দিনের টাকা আটকে রেখে ভোটের সময় টাকা বিলি করতে এসেছে। অভিষেকের পরামর্শ, টাকা দিলে নিয়ে নিন, কিন্তু ভোট দেবেন তৃণমূলকে। শুধু ১০০ দিনের কাজ নয়, তফসিলি উপজাতি মর্যাদা থেকেও কুড়মি সমাজকে বঞ্চিত করেছে বিজেপি, এমনই দাবি অভিষেকের। “অর্ডিন্যান্স পাশ করে ইডি ডিরেক্টরের মেয়াদ তিনবার বাড়িয়েছে বিজেপি। অর্ডিন্যান্স পাশ করে কেন তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া যাচ্ছে না?”, প্রশ্ন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের।