প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের সপাট জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। প্রসঙ্গত, মঙ্গলবার এক জনসভায় মোদীকে বলতে শোনা যায়, “আমরা এগিয়ে চলেছি ৪০০ আসনের লক্ষ্যে। অন্যদিকে কংগ্রেস কোনও ছাপই রাখতে পারবে না। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মানুষ পরিবারবাদকে আর গ্রহণ করতে রাজি নন। তাছাড়া তাঁদের সামনে রয়েছে একটি বিকল্প মডেল, যেটা মানুষের জীবনযাপনের ধারাই বদলে দিয়েছে।” এক সংবাদমাধ্যমের তরফে এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা স্পষ্টতই বলেন, “আমি তো জ্যোতিষী নই। উনি যদি হন, আমাকে জানাবেন।”
পাশাপাশি, জনগণের উদ্দেশে তাঁর বার্তা, “প্রথমত, আপনারা দেখুন তো যে রাজ্যগুলোতে বিজেপি আছে সেখানে কী হচ্ছে। আবার আমাদের সরকার যে সব রাজ্যে রয়েছে, সেখানেই বা কী হচ্ছে। আর সেই সব দিক বিচার করে তবেই আপনারা ভোট দিন। যারা সংবিধান বদলে দেবে বলছে, তাদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করাটা একান্তই দরকার।” সেই সঙ্গেই রায়বরেলি ও আমেঠি কেন্দ্রে কংগ্রেসের সম্ভাবনা নিয়েও আশাবাদী দেখিয়েছে প্রিয়াঙ্কাকে। আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, “আমেঠি ও রায়বরেলির মানুষের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং রাজনীতির ঊর্ধ্বে। প্রতিটি সভাতেই সেই অনুভবে আমাদের হৃদয় ভরে গিয়েছে।” সেই সঙ্গে স্মৃতি ইরানিকেও একহাত নেন প্রিয়াঙ্কা। “স্মৃতি ইরানি এখানে কোন উদ্দেশ্যে আসেন?ওঁর একটাই এজেন্ডা। রাজনৈতিক লাভ। নাহলে এখানকার সঙ্গে ওঁর কতটুকু সংযোগ? এখানকার মানুষের সঙ্গে সত্যিকারের বন্ধন তৈরি করতে চল্লিশ বছর লেগে যাবে ওঁদের। আরও পরিশ্রম করতে হবে”, বক্তব্য প্রিয়াঙ্কার।