বিজেপিকে ফের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, এবার আর কোনও আক্রমণ বরদাস্ত করবেন না। মানহানির মামলা করবেন বলেও উল্লেখ করলেন মমতা। মঙ্গলবার শ্রীরামপুরের সভা থেকে সোমবার মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। “রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? প্রমাণটা কোথায়? হাওয়া তুলে দিয়েছে। আমি তো যাচ্ছি মানহানির মামলা করতে। রোজ সংবাদমাধ্যমে উল্টোপাল্টা বলা! আমি নিজে মামলা করতে যাচ্ছি। আমি এবার আর ছাড়ার পাত্রী নই। আমি ধরব, ভাল করে আঁটোসাঁটো করে ধরব। আপনার নামে কোনও প্রমাণ নেই, তথ্য নেই। চোর বানিয়ে দেব! জীবনে একটা চা কারও কাছ থেকে খাইনি”, বক্তব্য তাঁর।
পাশাপাশি, মমতার দাবি, রাজ্যবাসীর জন্য যতটা সম্ভব, ততটা করেন তিনি। মমতা বলেন, এটা আমাদের কর্তব্য। তবে এর জন্য আপনাদেরই কৃতিত্ব দিতে হবে। আপনারা আমাদের সুযোগ দিয়েছেন কাজ করার। কথা না রাখতে পারার থেকে মৃত্যু ভাল। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় গিয়ে একথা বলেছেন মমতা। পাশাপাশি, কল্যাণের জন্য ভোটের আর্জি জানান। “কল্যাণকে জেতাবেন, গলার জোর দেখেছেন তো?”, জনগণের উদ্দেশে আহ্বান তৃণমূল সুপ্রিমোর।