এবার নির্বাচনী প্রচারে গিয়ে গণবিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এহেন বিপত্তি ঘটল আরামবাগের রোড শো চলাকালীন। জানা গিয়েছে এদিন মিঠুন চক্রবর্তী আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের হয়ে প্রচারে গিয়েছিলেন। সেখানেই কামারপুকুরে ছিল তাঁর রোড শো। কিন্তু এদিন তিনি রোড শো না করেই ফিরে যেতে গেলেন তিনি। কামারপুকুর চটি থেকে লাহাবাজার পর্যন্ত এই রোড শো হওয়ার কথা ছিল। এদিন সময়মত ম্যাটাডোরে ওঠেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, মিঠুন চক্রবর্তী, বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগের বিধায়ক মধুসূদন দাস, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।
রোড শো শুরু হতেই উচ্ছ্বসিত জনতা হুড়মুড় করে এগিয়ে যান মিঠুনের ম্যাটাডোরের দিকে। আর তখনই সেই গাড়ি থেকে নেমে অন্য গাড়ি করে চলে যান মহাগুরু। তাঁর এদিন এখানেই দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেটাও করেননি। তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। কেউ কেউ তাঁকে মিথ্যেবাদী বলেও একহাত নেন। মিঠুনকে কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিম। “চোরের মায়ের বড় গলা। এখন সব দল ঘোরা হয়ে গিয়েছে। এবার দেখুন কোন দলে যান”, খানাকুলের সভা থেকে জানান তিনি।