লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচারে ঝড় তুলেছে দেশের সব রাজনৈতিক দল। নিজ নিজ প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়ে ফ্ল্যাগ-ব্যানারে ঢাকা পড়েছে কার্যত গোটা দেশ। প্রচারে পিছিয়ে নেই ডিজিটাল মাধ্যমও।
ভোট আদায়ে কার্যত হাওয়ায় ওড়ানো হচ্ছে কোটি কোটি টাকা। এরই মাঝে প্রকাশ্যে এল ডিজিটাল মাধ্যম গুগলে নির্বাচনী প্রচারে দলগুলির ব্যয়ের হিসেব। সেখানেই সর্বাগ্রে উঠে এল গেরুয়া শিবির। দেখা যাচ্ছে, শুধুমাত্র গুগল-এ নির্বাচনী প্রচারে এখনও পর্যন্ত ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে তারা।
লোকসভা নির্বাচনে সবে চারদফা নির্বাচন শেষ হয়েছে এখনও বাকি ৩ দফা। প্রচারে দেওয়াল লিখন, মিছিল-সভা তো রয়েইছে পাশাপাশি ডিজিটাল প্রচারকেও অন্যতম হাতিয়ার করেছে রাজনৈতিক দলগুলির। রিপোর্ট বলছে, ২০১৮ সালের মে মাস থেকে ২০২৪-এর ১২ মে পর্যন্ত গুগল-এ বিজ্ঞাপন বাবদ ১৩৫ কোটি টাকা ব্যয় করে তালিকায় সবার উপরে রয়েছে বিজেপি। এর পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস এখনও পর্যন্ত বিজ্ঞাপন বাবদ তারা খরচ করেছে ৬২.১ কোটি টাকা অর্থাৎ বিজেপি তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে ডিএমকে(২৯.৫ কোটি), ওয়াইএসআর কংগ্রেস(১৫ কোটি) এবং তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি(১২.১ কোটি)। শুধু মাত্র নির্বাচনী প্রচারে দলগুলির এই বিপুল ব্যয় দেখে চোখ কপালে ওঠার জোগাড় সাধারণ মানুষের।