দল লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রকাশ্য আসতে শুরু করেছে বিজেপির গোষ্ঠীকোন্দল। টিকিট না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অনেক বিজেপি নেতাই। আবার, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার হিড়িকও পড়ে গিয়েছে। এবার যেমন যাদবপুর কেন্দ্রে হঠাতই নির্দল প্রার্থী হিসেবে যোগ দিলেন বিজেপি নেতা অবনী মণ্ডল। জানা গিয়েছে, দিন চারেক আগে আলিপুর জেলা শাসকের কার্যালয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়ে এসেছেন। হঠাৎ করে কেন বিজেপি নেতা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন।
প্রসঙ্গত, অবনী মণ্ডল ভাঙড় ২ নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। ১৯৯৩ সালে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হয়েছিলেন তিনি। পরে বিজেপির ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক হয়েছেন, জেলা কমিটির সম্পাদকের দায়িত্বও সামলেছেন। আর বর্তমানে তিনি বিজেপির যাদবপুর সংগঠনিক জেলার সহ-সভাপতি। উল্লেখ্য, এই অবনীই ২০১৬ সালের বিধানসভা ভোটে ভাঙড় কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন। ফলে আচমকাই তাঁর নির্দল হয়ে মনোনয়ন জমা দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কেন তিনি নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন? সে ক্ষেত্রে কি দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নাকি অন্য কোনও কারণে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন? তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে দলের অন্দরে। অবনীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি বিজেপিতে যোগ্য সম্মান পাচ্ছিলেন না। তাই নির্দল প্রার্থী হিসেবেই বিজেপিকে বার্তা দিতে চাইছেন তিনি।