সোমবার ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে নিশানা করলেন তিনি। রবিবার অর্জুনের হয়ে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় মোদীর হাতে রবীন্দ্রনাথের উল্টো ছবি তুলে দিতে দেখা গিয়েছিল অর্জুনের ছেলে পবন সিংহকে। সেই নিয়ে তৈরি হয় বিতর্ক। এ নিয়েই ভরা সভায় অর্জুনকে খোঁচা দেন মমতা।
তিনি বলেন, ‘এখানকার প্রার্থীর নামের বিষয়ে কথা বলতে চাই না। ছেলেকে দিয়ে উল্টো ছবি কেন দিলেন? রবীন্দ্রনাথের ছবিটাও চেনা যায় না? বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিতে হয়, রবীন্দ্রনাথের ছবি উল্টে দিতে হয়? সোজা করে দিতে পারেন না? ছবি যখন দেয়, বলে ‘মোদীজি জিন্দাবাদ’। রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ বলে না।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এটা নতুন নয়। সকলে জানেন, বাংলার সংস্কৃতি ওরা জানে না। আমরা কিন্তু দেশের সংস্কৃতি জানি। আমরা বলি, এ মাটি আমাদের গর্ব।’ তাঁর মতে, ‘দোষ প্রধানমন্ত্রীর নয়। তিনি জানেন না। দোষ তাঁদের, যাঁদের কথায় প্রার্থী করা হয়েছে।’